সাঁঝের অতিথি,
এলে অবেলায়!
কী গান শুনাবো তোমায়,
পুড়েছে মূর্ছনা,রজনী খেলায়।
কতকাল রেখেছি অর্ঘ্য,
তোমারী তরে।
আশা ছিলো মনে,
প্রষাদ মাখবো সারা গায়ে।
তোমারী অনুপস্থিতিতে,
রিনুঝিনু মল বাজিয়ে।
এসেছে দ্বিতীয় পক্ষ!
দিতান দিতান নৃত্য,
কত শত গীতি কাব্য,
ভরেছে প্রান!
তবুও হয়নি তৃষ্ণার অবসান।
তটিনীর কূলে,
বসে ছিলাম ভীষন আক্ষেপে।
কত তরী এসেছে ঘাটে,
আমার লোচনে বর্ষা নামিয়ে!
আকাশেতে জমে ছিলো,
রঙেরই মেলা!
তবুও আসো নি তুমি,
গৌধুলী বেলা।