বড় হয়ে আস্ত একটা পাহাড় কিনে নিবো
পাহাড়ের চূড়ায় একটি বাড়ি বানাব।
দোতালা বাড়ি!
বাড়িটির দক্ষিণে একটা জানালা থাকবে।
সেই জানালা দিয়ে,
আমার মন খারাপের বিকেলে-
এক অজানা পাখির ডাকে সাড়া দেব!
জানালা দিয়ে বাহিরে যখন দৃষ্টি ছোঁয়াব
পৃথিবীর সব সবুজ রং নিয়ে জেগে ওঠা,
আরেকটি ছোট্ট পাহাড় দেখব!
সেখানে ওড়াওড়ি করবে ফড়িংয়ের দল।
তাদের ডেকে তোমার গল্প শোনাব!
পাহাড়ের নিচে একটি স্বচ্ছ জলের নদী থাকবে
নদীটায় একটি ছোট ডিঙি নৌকো থাকবে।
মাঝে মাঝে যখন ভীষণ মনে পরবে তোমায়
নৌকায় পাল তুলে ভেসে বেড়াব!
নদীর বুকে উড়ে চলা গাঙচিল পাঠাব;
তোমার কাছে। একটি পত্র দিয়ে!
সেখানে লিখা থাকবে বেদনার অক্ষরে-
মন খারাপের এই অবেলায়
হারিয়ে যেতে চাই অজানায়। তোমার অপেক্ষায়!!