হলদে পাতার গন্ধহীন মরে যাওয়া ফুলের মত
ঝরে যায় ব্যর্থ দিন।
নূতন প্রভাতে নিলয় অলিন্দে প্রণয় মূর্ছনার!
অলিক আশায়;
মৃন্ময় প্রেমে উজ্জীবিত হয় হৃদয়।
হিয়ার মাঝে ঢেউয়ের স্ফুটনে,
রুদ্ধ হয় কাব্যিক ছন্দময় প্রগতি!
অতীত আমার ঝরে যাওয়া জবা
তাই বেলা অবেলায়;
হৃদয় মৃওিকা চায় আবার বসন্তের ভেলা!
হিয়ার মাঝে বাসা বাঁধে কোকিল
নিমগ্ন অভিলাষে;
সুর তোলে সুরেলা কন্ঠে।
অনন্ত প্রহর জ্বলনশীল পদার্থ যার বিহনে
আনন্দ-বেদনা অর্ঘের উপাস্য যে;
তারই স্মরণে মুক্ত পাখির কলকাকলিতে বলে-
এসো অনন্ত সবুজের সুবাসিত
বন্ধনহীন বনে,
এসো মেঘের শুভ্রতায় ভরা উদার গগনের কোলে;
এখানে নেই ঘৃনা ছলনার তন্ত্রমন্ত্র!
আছে শুধু ভালোবাসা'বাসি,
আছে অবারিত প্রেমের আবরণহীন আকাশ।
রেখো আস্থা দেব ঝর্ণা,
ভাঙবো পরিকল্পিত ফসিল!
দিচ্ছি কথা এ হবে আমার দেনমোহরের পয়সা।