আধাঁর রাএির ছুটে চলা ট্রেনে
আমি এক নির্জনযাএী।
প্রতীক্ষাতে প্রতীক্ষাতে শত শত বছর ধরে
আমি চলছি অনবরত।
এদিকে সূর্য ডুবে রাত আসে
মস্ত বড় চাঁদ উঠে,
আবার সোনালি প্রভাত মিষ্টি হাসে।
অপেক্ষমান আমি
সব আলো নিভিয়ে একলা ঘরে,
দখিনা জানালা খুলে;
শূন্য বিছানায় শুয়ে তাকে ডাকি!
একশ বনের হাওয়া এসে আমায় জিজ্ঞেস করে
আজি বুঝি তোর ইচ্ছে হয় তাকে আলিঙ্গনের.?
হ্যাঁ...!
তোর এই প্রতিক্ষা প্রহরবিহীন সর্বজনীন।
যে ডাকার কথা সে তো ডাকেনি..
যার টেলিফোন বাজার কথা বাজেনি..
একান্তই যে বুকের মাঝে মুখ লুকিয়ে হাসার কথা
সে তো হাসেনি!
তবে কেন অযথায় এই প্রতিক্ষা.?
তাকে যে চাইলেই ভুলিতে পারি না!
সে আমার বাদল দিনের প্রথম কদম ফুল
শূন্য বুকের দীর্ঘশ্বাসের বকুল।
প্রথম দেখার নয়ন মিলনে
তার মোহিনী দৃষ্টিতে হয়েছি আমি খুন,
সে দিনই হৃদয়ে জন্মেছিলো ভালোবাসার ভ্র'ণ!