নারী
তুমি সিগ্ধ;
তুমি অপূর্ব;
তুমি মহাপুরুষেরও স্বপ্ন।

তুমি সুন্দর
তুমি অপরূপ রূপের প্রভাত।

তুমি সদ্য ফোঁটা গোলাপ
তুমি জলে ভাসা বিরল নীলপদ্ম।

নারী তুমি সৌন্দর্যের লীলাভূমি
বিধাতা তোমাকে অপরূপ রূপে করছে সৃষ্টি।

নারী
তুমি মায়াময়ী মা;
তুমি বোন;
তুমি জীবনসঙ্গী;
তুমি রাজার রাজকন্যা;
কখনও বা রানী;
তুমি বুকে পোষা প্রেয়সী।

নারী
তুমি প্রেরনার নাম,
তুমি ভালোবাসার নাম।

নারী
তোমার চোখে আছে;
পুরুষ পাগল করা মায়া;
বুকে আছে আদর সোহাগ ভালোবাসা।

নারী তোমার এতো এতো আছে
হীরা-মনি-মুক্তা!

তাহলে
কেন তুমি তুচ্ছ মেকি চাকচিক্যে ডুবে-
আগুন জ্বালাও স্বপ্নের পৃথিবীতে.?

তুমি তো পারো মরুদ্যানকে উদ্যানে পরিনত করতে
তাহলে কেন তুমি এপারে বাসর সাজিয়ে,
ওপারে প্রাসাদ ধ্বংস করো.?