ছলনার ছলে কত অযুত নিযুত খেলা খেললে
কত বার ঠকেছি তোমাদের কাছে,
তোমরা জয়ের হাসি হেসেছিলে।
তোমাদের কাছে হেরে,
আঁধার ঘোর আঁধারে নিমজ্জিত ছিলাম
সহস্র কোটি বছর!
মরুভূমির বালিকনার মতো;
অনন্তকাল যাবত প্রানের দাহে অহরহ জ্বলেছি!
আজ আবার বলছো ভালোবাসতে.?
কি করে ভালোবাসি.?
হৃদয়ের হিম ঘরে এখনও কফিনে বন্ধী
তরতাজা সেই ক্ষত বিক্ষত লাশ!
না..না..একটুও পচন ধরে নি....দেখবে..?
সহ্য করতে পারবে..?
তোমার মেকি হাসি তলিয়ে চোখে জল আসবে.?
শুনেছ নিশ্চয় আমার কথা!
মুখে হাসি..
মনেতে সর্বদা ফুর্তি..
পড়াশুনা'টাও বেশ মনোযোগ দিয়ে করছি!
চোখেরও ভাষা আছে..জানতে না তুমি.?
বুঝতে পারো নি বুঝি.?
কী করে বুঝবে বলো সখী-
চোখের দু ফোঁটা জল ম্লান মুখে'তে ও হাসি
এ শহরে এসব তো এখন মেকি.!
উদ্ঘাটন উন্মোচন করবে মেকি হাসির রহস্য.?
তবে কাউকে ভীষণ ভাবে বিশ্বাস করো..
অন্ধের মত ভালোবাসো..
নিজের সর্বস্ব উজাড় করে দেও তাকে।
বিনিময়ে ধোঁকা পাবে!
সমাজ সংসার যখন তোমার শুকিয়ে যাওয়া
মলিন মুখের দিকে তাকাবে...
তুমি সব আড়াল করতে ব্যস্ত হবে;
সম্মুখে তাকিয়ে মুখে মেকি হাসির রেখা ফোটাবে...!!