চারিদিকে মশারি র জাল
শ্যাওলা জমা দেয়াল ভেঙে আমি ঘর থেকে
বেরুতে চাই এবার,
দেখবো বলে জীবন নামের সংগ্রাম!

কংক্রিটের এই ব্যস্ত সভ্য শহরে
ভোরের আলো ফুটতে,
শুরু হয় জীবন নাটকের নতুন সিকোয়েন্স।

কেউ রোজ একই রোলে অভিনয় করে
যেমন;
সকাল থেকে সূর্যাস্তে,
মফিয়ার মা সদর ঘাটে র ইট ভাটায় কাজ করে।
দুটো সন্তান তার;
স্বামী গত হয়েছে মাস  কয়েক আগে,
জীবন সংগ্রামে নাম লিখিয়েছে তারপর থেকে।

আষাঢ় শ্রাবণের বাদলে
আকাশ থেকে তুষার ঝরে নিত্য দিনেই।
ঘরে নেই চাল,রেইন কোট পড়েছে তাই আসাদ!
বিশ টাকা ভারা,মানছে না তবুও চশমা পরা সাহেব'রা;
দিচ্ছেন হুংকার,ঢাকায় কি নতুন আসছেন ভাই জান।

রাশি চক্রে যাই ঘটুক,আর মেনে নেওয়া যায় না
একটা বিহিত আজ করতেই হবে;
লড়তে ই হবে,ছিনিয়ে আনবো জীবন থেকে প্রাপ্য!
এই বলে অসংখ্য স্বপ্ন বাজ,
আয়নার সামনে দাঁড়িয়ে রোজ রোজ
মিথ্যা সান্তনা দিচ্ছে নিজের প্রতিচ্ছবি কে!

সুনীল ঐ আকাশ মেঘলা আজ
সকাল থেকে ছাঁদে র রেলিংয়ে বসে ডাকছে;
অশুভ সংকেত!
বিষন্ন মনে আকাশের দিকে তাকিয়ে মৃদু ভাবে,
মুখে হাসির রেখা ফুটিয়ে;
চব্বিশ'তম ইন্টারভিউ দিতে যাচ্ছেন,
স্নাতক শেষ করা বাবা মায়ের একমাত্র সন্তান।

চাকরি নেই শহরে,আছে শুধুই হাহাকার!

শ্যাওলা জমা দেয়াল ভেঙে আমি ঘর থেকে
বেরুতে চাই এবার;
দেখবো বলে জীবন নামের সংগ্রাম!