আমি অতি তুচ্ছ এক ঘাস ফুল
জোৎস্না বিলাসী রাতের আঁধারে আমি ফুটি!
শিশিরের ছোঁয়ায় ভিজি,
রৌদ্র দহনে জ্বলি,
হাওয়ায় উড়ি!
আমি এক অতি মূল্যহীন পাতা ফুল
হালকা বাতাসেও
অতি কম্পনে
তির তির করে নড়ি!
আমি মেতে উঠি আপন ছন্দে
যখন সোনালি প্রভাত মিষ্টি হাসে!
স্বচ্ছ সুন্দর স্নিগ্ধ শিশির বিন্দু
আর ঘাস ফড়িংয়ের সাথে-
আমার সন্ধি!
আমি এক গন্ধহীন ছোট্ট ফুলও কলি,
হাওয়াদের তালে তালে ঘাস ফড়িংয়ের দলে নাচি!