আমি কোন ধর্মের অনুশাসন মানতে
এ ধরায় আসি নি!
আমি এসেছি,অজস্র প্রেম-ভালোবাসা
বিনিময় করতে।

আমি চাই এই!
বিষাদ গ্রস্ত মেঘ ময় প্রাচীন শহরের,
আকাশে-বাতাসে 'ভালোবাসি' শব্দের প্রতিধ্বনি-
সদা বহমান থাকুক।
পোড়া হৃদয় আবার সজীব হয়ে উঠুক।

কবির লেখা আজকাল বিরস
ছন্দহীন!
মনে হয় যেন,প্রণয় শূন্যতার রুগী।

আমি চাই কোন পার্কস্ট্রিট মোড়ে
কিংবা নির্জন বৃক্ষ তলে-
আবার আসর হোক নিস্পলক চাহনীর!

তরুণীর কণ্ঠে তানপুরার টানে
বাজে বিষাদের সুর!
চোখে অশ্রু মিশ্রিত কাজল।
ডায়েরীর পাতায় বেদনার জলে লেখা ইতি।

আমি চাই বারীন্দ্রের স্নেহে
নব বরষার আগমনে।
নৃত্য দেক মন,
বেজে উঠুক দু'পায়ের মল।
প্রেমের বারি ধারায় ফিরে আসুক সেই স্নিগ্ধ ক্ষণ।

জীর্ণ প্রেমের স্মরণে,মেঘাবৃত বালক মন
মেকি প্রেম চূর্ণ করলো স্বপন।
দিকভ্রান্ত মন,
দু'আঁখি যেন পরিণত ক্ষুদ্র পল্বল।

আমি চাই কেটে যাক এই বিরহ প্রতীক্ষার প্রহর
শান্ত হোক মনে জাগা-
বহমান পদ্মার উচ্ছৃঙ্খল স্রোত!

হৃদয়াকাশে জ্বলে উঠুক নীল ধ্রুবতারা
অন্ধকার'কে গ্রাস করুক পূর্ণ প্রেমের মায়া!

হোক আবার
দু'টাকার গোলাপ আদান-প্রদান!
মাঝ রাতে-
ঘুম ভাঙুক কারো টানে।
চলুক প্রেমালাপ বন্দী চার দেয়ালে।

রোদ কিংবা জোছনা খেলুক মুখশ্রী তে
মন ভোলানো হাসি,
দাপিয়ে বেড়াক পৃথিবীতে।
শহীদ হোক সকল যুগল চুম্বন যুদ্ধে!