ক্লিওপেট্রা রাণী তুমি
শ্রীমতী জ্যোৎস্নাময়ী দেবী!
আঁখিতে বিরাজমান ধরণী-
চতুর্দিকে তাই তোমারেই দেখি।
অপলক চাহনিতে ভেতর ঘরে তোমারই ছবি আঁকি।
তুমি নববরষা, হৃদয়ের বসন্ত হাওয়া
চটুল চঞ্চল লীলা!
কেন অদূরে ভাসিয়েছ ভেলা..?
তোমাতে হয়েছি মত্ত;
গভীরের ও গভীরে করেছ মগ্ন।
দু:খ দিনের প্রচণ্ড পীড়নে জাগিলে হঠাৎ
হিয়ার মাঝে..!
টুকরো,টুকরো স্মৃতি বিনিময়ে,
প্রণয় চলছিলো নিরন্ত গতিতে।
এ তুমি ভেবো।
থাকো আরো কিছুকাল হয়ে স্বর্ণলতা!
প্যাচিয়ে ধরো আমায়,চুষে নেও সকল রক্ত কণা।
**
সনাতন ধর্মাবলম্বী সকল'কে মহানবমীর শারদীয়
শুভেচ্ছা ও ভালোবাসা জানাই!