অনাবৃত তারা ভরা আকাশে পুষ্পিত কৃষ্ণচূড়ার
শাখা জাল ছড়িয়ে!
পূর্ণিমা রজনী তে যেমন একটি পূর্ণ চাঁদ উঠে!
আমার তেমন একটি চাঁদ চাই।

যে চাঁদ প্রতি মুহূর্তে আমায় ডাকবে করুন কণ্ঠে ভালোবাসায় শত আদর মেখে।

কেউ কী দিবে.?
বিনিময়ে জ্যোৎস্না নিবে...!

যে জ্যোৎস্না নিয়ে যাবে তাকে দূরে,অনেক দূরে
অতীতের স্মৃতি রোমন্থনে।