তোমরা শুভদর্শিতা! পথের সাথী
পথিকের প্রাপ্তীয় রূপা।
দিবসে এনেছ জল,মিটিয়েছ পিপাসা।
রাত্রিতে জ্বেলেছ প্রদীপ!
করেছ অনেক সেবা। তা অন্তরে রাখিব সদা।
জীবন শিখা জ্বলে না সদা,নিভে যায় বৈকাল হাওয়ায়
পৃথিবীর মত আমার জীবনে ও তেমনি সন্ধা ঘনায়
পথের ও হয় অবসান।
তোমাদের তরে তাই মোর শুভ কামনার দান।
তোমরা থাকো সুখে,হও কল্যাণী ভবে
বেঁচে রও কর্মে ও ধ্যানে।
মোর স্মৃতি কভু মনে পড়ে যদি একটু খানি!
তবে ভেবে নিও;
বৃক্ষ রোপণে যত্ন করেছি,ফুল ফুটিয়েছি!
বিষ বৃক্ষে ফল ধরে নাই এ জীবনে।
[গতকাল রাতে হঠাৎ এমনি থিমের পূর্বে পড়া একটি কবিতার কথা আমার মনে হয়। কিন্তু কার কবিতা বা কি কবিতার নাম। তা কিছুতেই আমি মনে করতে পারি নি। এখনো পারছি না।তবে বড় কোন কবির কবিতা হবে এটি মনে হয়।
তাই বলা যায় এটি অনুপ্ররেণায় এবং অনুকরণে লিখা।]