প্রেম সুধা আমৃত্যু নেশা
ভালোবাসার প্রেমে মত্ত হলো চিত্ত
তাই অলীক কল্পনায় সঁপে দিয়েছি হৃদ।
বপন করেছি বীজ!
উষা-লগনে হলো না অঙ্কুরিত।
শতাব্দীর চক্রাকারে ঘুরেছি অনেক দিক
দেখলাম শহর জুড়ে মেকি মেলা!
অধরায় রয়ে গেল তাই কাঙ্ক্ষিত পৃষ্ঠা।
প্রণয় চৈতন্য এখন বিরস
ক্ষয়িষ্ণু দেহ,
তবুও হিয়ার মাঝে সতত প্রেম জাগ্রত!
বিরহী কুহক তবেই কী এর একমাত্র কারণ..?