কিছুদিন আগে কথা উঠেছিলো ধর্ম নিয়ে
সবাই বলে আমরা বিজ্ঞান মনস্ক;
ধর্ম মানি কী করে.?
হায়রে আমার বিজ্ঞান মনস্ক আধুনিক বিশ্ব!
আপনাদের কাছে আমার প্রশ্ন;
করোনাকে উঠিয়ে দিয়ে,
মাস্ক-গ্লাভস ছাড়া ঘোরা ঘুরি করেন কী করে..?
তবে কি ধরে নেব বিজ্ঞান গেছে চাঁন্দে
নয়া অভিযানে!
তাই আপনার বিকার গ্রস্ত মস্তিস্কের জয় হয়েছে.?
বেশ তো ফুটিয়েছেন
আলবার্ট আইনষ্টাইন তার বিজ্ঞাত উক্তিতে এই বলেছেন...
ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু আর বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ!
এই ভিওিহীন কথাটার মানে কী দাড়ালো
একে অপরের পরিপূরক।
তো ভাই আপনি তো মহা বিশ্লেষক
বলি মানছেন না কেন এখন বিজ্ঞানের নিয়ম.?
যথাযথ দূরত্ব বজায় রাখবেন,মাস্ক-গ্লাভস পরবেন
সর্বনিম্ন বিশ সেকেন্ড যাবত হাত ধুবেন।
ওয়েট.! এই কথা গুলো কী হজম করে ফেলেছেন.?
আমি হাবাগোবা মুর্খ মানব
বুঝি না আপনাদের এই রঙ তামাশার ধরন!
তবুও মতামত করব প্রকাশ-টাইটেল ধারি
বিজ্ঞানে বিশ্বাসী,
বিকারগ্রস্ত কিছু মানবের জন্য বিজ্ঞান হয়েছে
আজ হতাশ!
বিজ্ঞানীদের মাথায় হাত।
* কবি মোঃসানাউল্লাহ্ (আদৃত কবি)
হায়রে বিজ্ঞান কবিতাটি পড়ে অনুপ্রাণিত হয়ে এই কবিতাটি লিখা।
তাই এই কবিতাটি উনাকে উৎসর্গ করলাম।