শূন্য ভুবন, শূন্য মানব
উলঙ্গ পৃথিবী'টা!
চাওয়া পাওয়া তবুও হাহাকারের মেলা।
কত আগমনে বসন্তের দোলা লাগে মনে
সুখের কাঁদা-মাটি কত মেখেছি গায়ে!
তখন থাকি অদ্ভুত এক ঘোরে;
বসন্ত ই যে শেষ ঋতু এটি থাকে না মনে।
কত আপন জন
সরল অংকে বেলা শেষে হয় বিয়োগ।
আমিও তুলে নেই হাতে হামার'টা
বাজিয়ে দেয় ছুটির ঘণ্টা।
মেনে নেয় এটিই আয়ুষ্কালের খেলা।
অযথায় করি না তাই মাথা ব্যথা!