শাপলা ইট ভেঙে চলে
একের পর এক
সকাল গড়িয়ে দুপুর
শাপলার রেস্ট নেই।
জমজমের পানির মতন
অশেষ শক্তি তার
অবিরাম ইট ভেঙে চলে
শাপলার লিকলিকে দেহে
শক্তির শেষ নেই।
প্রচন্ড রোদে শাপলার ঘাম ঝরে
মোছার সময় নেই।
কালো ত্বক পুড়তে থাকে,
পুড়ুক, তাতে ক্ষতি নেই।
শাপলার ছাতি নেই।
রোবটের মতো শাপলার
কোন দুঃখ-কষ্ট নেই।
দুঃখ তার একটাই- ক্ষুধা,
তারে ভুলিতে পারেনা কিছুতেই।
শাপলার অদুরের বাসার
সুন্দর পুতুলের মতো মেয়েটিকে,
শাপলার পুতুলই মনে হয়।
তার জীবনধারায়
শাপলার মাথাব্যথা নেই।
রাতে ঘরে শুয়ে
শাপলার কোন সুখ-স্বপ্ন নেই
কল্পনা নেই
কোন মধুর অতীত নেই।
শাপলার ক্লান্ত চোখে
ঘুম ভেঙে আসে
শাপলার পেট ভরা
শাপলার শান্তির শেষ নেই।
শাপলা ইট ভেঙে চলে,
দিনের পর দিন।
কতজন কত বেশে
কত আবেগ স্বপ্ন নিয়ে
পাশ দিয়ে চলে যায়-
কিশোরী শাপলার কোন দিকে মন নেই।
মুহাম্মাদ রকিবুল ইসলাম
২০/০৪/২০০৪