খুলিয়া দাওগো খাচা,
উড়ায়ে দাওগো পাখি
থাকিতে চাহেনা যে,
তারে কেমনে ধরে রাখি।

লুকায়ে যে রহিছে তারে
দাওগো লুকায়ে থাকিতে
বাহিরে যে আসিবে না তারে
যাবো না বাহিরে ডাকিতে।

সাথে যে চাহেগো যাইতে
লয়ে চলো তারে সাথে
যে যাবে না, তারে সাধিবো না
সময় নাইকো হাতে।

কয়ে দাও সবে শান্তির ঠিকানা
যে আসিতে চায় আসুক
বিশ্বাস যে করিলো না
সে বসে বসে যাচুক।

ঘড় হতে যে গিয়েছে বেরিয়ে
আর ঢুকায়ো না তারে ঘরে
ঘরের শুধাও সে ফেলিবে ঢালিয়া
বাহির ভবের তরে।

পিছের জনরে পিছনে গিয়া
যাবোনাকো ভাই আনিতে
পানির জনরে বাচাতে গিয়া
নামিবো আজ পানিতে।

অকারন যে কাদিবে বসিয়া
যাবো না তার আখি আখি মুছিতে
যে হাসিবে না তারে হাসাবো না
যাবো না কারন পুছিতে।

কয়ে কয়ে মোর ধরেছে গলা
আর পারি না কহিতে
সয়ে সয়ে মোর পাজর ভেঙেছে
আর পারি না সহিতে।

খুলিয়া দাওগো খাচা
উড়ায়ে দাওগো পাখি
পরম আদরে পেলেছি যারে
যদি পারে দিয়া ফাকি।

মুহাম্মাদ রকিবুল ইসলাম
২৫/১১/২০০০