উপ্ত করেছি ভালোবাসার বীজ তব উর্বর হৃদয়ে,
শত আশা বুকে নিয়ে অঙ্কুর থেকে প্রাণের উদয়ে।
জীবন দিও সজীব করে উষ্ণ বীজের যতনে,
পাব যেথায় হীরা-জহরত, মণি-মুক্তা ও রতনে।
রূপের আলোর ঝলকানিতে একটু জলের পরশ,
নবপ্রাণের আগমনে শীতল হয় যা কিছু উত্তপ্ত-অবশ।
তোমার হাতের ছোঁয়ায় আজো শিহরণ জাগে শিরা-উপশিরাতে,
তব অলকের সুবাসে মৃগনাভির অস্তিত্ব যায় হারিয়ে নিশীতে।
যত্ন নিও রত্ন আমার অনুরাগীর অনুরোধ,
অবহেলায় রেখো না কভু ঢেকে মম প্রবোধ।
কভু যেন বিলীন না হয় মাটির গভীরে,
নিঃশেষ যেন না হয় বিকাশলাভের অন্তঃপুরে।
পরম আদরে জড়িয়ে রেখো বুকের গহীন প্রান্তে,
ক্ষণে ক্ষণে মনে মনে খোঁজ নিবো তব অজান্তে।