তোমার অনলে দহে-পুড়ে ছাই হয়ে শুচি হতে চাই,
তোমার কষ্টগুলো পুষ্ট করে হৃদয়ে গ্রোথিত দেখতে পাই।
তুমি নেই বলে কেউ নেই, জগত শূন্য -অপূর্ণ,
তুমি আছো বলে পৃথিবী আছে, জগত পরিপূর্ণ।
কবে যেন দেখেছি সূর্য হাসে তোমার হাসি দেখে,
অনাবৃষ্টির দিনে বৃষ্টি পড়ে তোমার কান্না মেখে।
উড়ন্ত পঙ্খিরাজ বাহন তোমার চলে অদম্য,
গোধূলি বেলায় আলোহীন হয় যত শত নেত্র সুরম্য।
আলোর ফোয়ারা দিক হারিয়ে চলে দিগ্বিদিক,
তোমার রূপের আলোর মায়ায় অম্লান চতুর্দিক।
পৃথিবীতে আজ রংধনুর সাত রং ছেয়ে গেছে নীলিমায়,
সাগরের জলরাশি সুমিষ্ট হয়ে গেছে তোমার আদর-মায়ায়।
সন্ন্যাসীরা আজ ঘরে ফিরেছে তোমার ডাকে হন্য,
রঙহীন-জনহীন মরুভূমি হয়ে গেছে লোকারণ্য।