উষার লগনে সূর্য ডুবে দিবালোকের প্রস্থান,
তোমার প্রাণে আমার মায়া অবিরত অবস্থান।
আলোর চেয়ে কালোর মাঝে তুমি পাও আমাকে,
অন্তরাত্মার গহীন রাজ্যে খুঁজে বেড়াই তোমাকে।

তুমি ছিলে, তুমি আছো, তুমিই থাকবে হৃদয়ে,
তুমি বিনে চাইনি মনে কোন ধ্বংসাত্মক প্রলয়ে।
তোমাকে পেয়ে জ্বলেছে আলো মনের গহীনে,
তোমাকে ছাড়া পথ হারিয়ে চলছি নির্জনে।

সকাল বেলায় চোখ খুলতেই তোমার মুখটা দেখি,
গভীর রাতে স্বপ্নের মাঝে তোমার চিত্র আঁকি।
তোমার চোখে তাকিয়ে আমি নিজের ছবি দেখি,
তোমার স্মরণে নিত্যাবধি বিমর্ষ হয়ে থাকি।

তুমি চাওনি বলে গোলাপেরা আজ সুবাস ছড়ায়নি,
তুমি চেয়েছো বলেই মেঘহীন আকাশে বিদ্যুতের চমকানি।
তুমি এসো, তুমি থেকো, তুমি চেয়ে নিও আমাকে,
তুমি ডেকো, তুমি রেখো, তুমি ভুলো না কভু তোমাকে।

তুমি সুন্দর, তুমি অনিন্দ্য, তোমাকেই চাই শতবার,
তুমি পঙ্কিল, তুমি নির্মল, তোমাকেই চাই বারংবার।
তুমি স্বপ্ন, তুমি সত্যি, তুমি জীবনের চেয়ে দামী,
তুমি রাজার রাজ্যে রূপসীকন্যা সর্বত্র নামী।