তোমার অভিমানে মেঘ জমে আকাশে,
তোমার ক্রোধানলে দগ্ধ হই নিরবাবকাশে।
তোমার ঝড়ে ছিন্ন-ভিন্ন হয়ে পড়ি দিক-দিগন্তে,
তোমার অগ্নি স্ফুলিঙ্গ ছাই করে দেয় অনন্তে।
তুমি হাসলে পূর্ব আকাশে সূর্য উঠে,
তুমি চাইলে সমুদ্রের বুকে ঝড় উঠে।
তুমি চেয়েছো বলেই মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ে,
তুমি চাওনি বলেই পর্বত এখনো ঠাই দাঁড়িয়ে।
তুমি রাগলে আকাশে বিদ্যুৎ চমকায় সহসায়,
তুমি কাঁদলে নদীর জল শুকিয়ে যায় প্রায়।
তুমি অর্ধেক আমার অস্তিত্ব, তুমিই প্রভুর মহত্ত্ব,
তোমাকে চাই এই জগতে বিসর্জন দিয়ে স্বত্ব।
তুমি স্রষ্টার সৃষ্টি আমার সর্বোৎকৃষ্ট উপহার,
তোমার অপূর্ণতা, আমার পূর্ণতার সংসার।
তোমাকে চেয়ে দেখি হাজার বছর ধরে,
সুন্দর তুমি বিধাতার বিধু এই ধরনীর পরে।