বয়ে যায় শান্ত নদী উত্তাল সমুদ্রের কোলে,
সয়ে যায় যত স্রোত, ঝড়-ঝঞ্ঝা বা পাহাড়ি ঢলে।

বসন্তের মৃদু বাতাসে ঝরে পড়া কাঁচা হলুদ পাতা,
অঙ্কুরেই বিনষ্ট হওয়া সতেজ বীজের অকাল জড়তা,
বৃষ্টি হয়ে ঝরে না পড়া মেঘের নিদারুণ অভিমান,
জমে যায়, রয়ে যায়, দুঃখগুলো ম্রিয়মাণ।

পূর্ণিমার রাতে অমাবস্যা দেখি চাঁদ যে নেই ঘরে,
তারকারাজি মিট মিট করে জ্বলে গভীর তিমিরে।

এইতো কাছে, এইতো দূরে, কোথায় যে সে আছে ?
এই তো আজ , এই তো কাল পাইনি যে তারে কাছে।
ঘরের মানুষ ঘরছাড়া আছে অবাক হওনি তুমি ?
এলোকেশে সে আসবে বলে দ্বার খুলে রেখেছি আমি‌।

বন্ধু তুমি, সঙ্গী তুমি, তুমিই ভূত-ভবিষ্যত,
শান্ত তুমি, নিশ্চল তুমি, স্পর্শেই কুপোকাত।

তুমিই হাসি-কান্নার সাথি, তুমিই প্রত্যাহার,
নয়ন বুঝলে তোমার ছবি অনিন্দ্য বাহার।
ঔষধ খেলে অসুখ সারে, তোমায় পেলে সুখ,
দ্বার খুলে দিও তোমার মনের ধার নিতে যত দুখ।