পিনপতনের শব্দে শব্দে জড়ো হয় কোলাহল,
শিশির ভেজা ঘাসে জমে আবেগের শত ফল।
বিন্দু বিন্দু জলের ফোঁটায় সিন্ধুর মহাপ্রলয়,
কলতানে ভেসে আসে এক মৎস্যকন্যার লয়।
ঝিনুকের প্রদাহে মুক্তা মেলে সাগরকন্যার তীরে,
জীবনের আলো দেখবো বলে পদচারণা ধীরে ধীরে।
সাগর বক্ষে দুঃখ রাখতে কে যে নাহি চায়,
সুখের ভেলা ভাসিয়ে দিয়ে তবেই যেতে চায়।

রূপনগরের রাজকন্যা আজ এসেছে দুঃখ দেখতে,
দুঃখের আলোয় অম্লান হয়ে ফিরে গেলো প্রভাতে।
একদিন দুদিন কতদিন হলো সুখের দেখা নেই,
সুখের পায়রা উড়ে গেল বনে বিষাদের অন্ত নেই।
চলেছি পথ অন্তিম যাত্রায় সুখের আশায় বেঁচে,
দেখেছি আজ আলোর প্রভাত কষ্টের সাগর সেঁচে।