তোমার কাছে ভালোবাসা চাই নাই,
জ্বর হলে থার্মোমিটারের সর্বোচ্চ মাত্রা চেয়েছি,
কপালে হাত রেখে উত্তপ্ত তোমার স্পর্শ চেয়েছি,
তোমার আলিঙ্গন, দ্বিজ বাহুর বন্ধন চাই নাই।
তোমার মনের কোনো এক কোণে নির্জন অন্তরালে,
তুমি আমার নামটি শুধু খোদাই করে রেখো আজীবন,
আমি দিতে পারি নাই তোমায় প্রেমময় নতুন জীবন,
দিয়েছি বরং কষ্টের উপর কষ্টের এক আসমুদ্রহিমাচলে।
তুমি অমূল্য, তুমি অতুল্য, তুমি পুষ্পের মতো সুহাস্য,
তোমার হাসি দেখে আমি সারাদিন হাসি সতত,
তোমার কষ্টের সাগরে আমি কাঁদি অবিরত,
তুমি সুকেশা, তুমি অবীরা, তুমি সন্ধ্যাতারার মতো প্রকাশ্য।
তুমি কিছুই বলো নি বলেই শেষ হয় নি মোদের গল্প,
আমি পথ চেয়ে প্রতিক্ষায় আছি কল্পনার রাজ্যে অনন্ত,
তুমি দ্বার খুলে দিও যখন প্রাণের ডাক আসে অতি শান্ত,
তোমার কথার ফুলঝুড়ি শুনবো নয় অতি অল্পসল্প।