তোমার দুচোখ বেয়ে আসে উত্তপ্ত জলপ্রপাত,
বুক ভেসে পুড়ে যায়, ছাই হয়ে যায়, সর্বংসহা কুপোকাত।
আহাজারি-রোনাজারি যত কষ্ট-দীর্ঘশ্বাসে চলি,
তোমার কাছে আকুতি করি, সংকীর্ণ পথে চলি।
তোমার আপন নীড়ে বারে বারে ফিরে এসে,
শূন্যতা দেখে দেখে মিথ্যা সুখের হাসি হেসে,
যদি কভু একা লাগে আমার কথা ভেবে ভেবে,
তবে নিজেকে নিও জড়িয়ে আপন সুখের ভবে ।
একবিন্দু শান্তির খোঁজে অশান্তির বীজ বুনে,
নতুন ফসল তুলে অনাগত দুঃখকে জড়িয়ে প্রাণপণে,
এক রাশ আশা নিয়ে হতাশার সাগরে ডুবে,
ডুবে ডুবে জল খেয়ে পূর্ণতা পেতে তবে,
দিয়েছি বিসর্জন সর্বকিছু শুধুই যে তোমারই তরে,
আছি, ছিলাম, থাকবো তব হৃদ-মাঝারে।