কষ্টের সাগরে কেষ্ট মেলে দুঃখের দহনে জ্বলে,
সুখের পাহাড়ে উঠতে গেলে শুভ্রতা যায় গলে।
হা করে দেখি অমাবস্যার চাঁদ নীলাকাশের কোলে,
দুঃখের গল্প বলতে গেলে মেঘ যে ছেঁয়ে ফেলে।
মনের তীব্র অসুখ নিয়ে বৈদ্যের কাছে গিয়ে,
শূন্য হাতে ফিরে এলাম দুঃখের ভেলা নিয়ে।
আলো আসুক, জীবন হাসুক, মানুষ বেঁচে যাক,
ফুল ফুটুক আর নাইবা ফুটুক সুবাস ছড়াতে থাক।
এইতো সুখ এইতো অসুখ এইতো জীবনের খেলা,
সকাল বেলার শিশু তুমি বৃদ্ধ বিকাল বেলা।
তুমি তো লড়েছো জীবন যুদ্ধে আঘাতে-প্রত্যাঘাতে,
মরণপণ সংগ্রাম তোমার পরাজয় নেই তাতে।
ইতিহাস যদি সত্য না হয় মানুষ সত্য তবে,
সভ্যতার পদচিহ্নগুলো বিশ্বাস জাগিয়ে দেবে।
আমি তো এক অমানবিক মানুষ বহন করি শবে,
সহ্য করি যত ভার আছে মানুষ সইবে না ভবে।