চন্দন দিয়ে তৈরি তোমার অভিরাম আননখানি,
কাজল কালো চোখে তোমার বিরহের গ্লানি।
ফুলের চেয়ে মনোহর তব অলকের সুবাস,
রক্তজবার মতো রক্তিম তব অধরের পরশ।
সর্পমণির খোঁজে আমি তোমার পথে চলি,
গভীর রাতে চাঁদের কাছে তোমার গল্প বলি।
স্বপ্নসুখের কল্পনায় তোমার ছবি আঁকি,
ঘুমের ঘোরে মুক্ত মনে তোমায় শুধু ডাকি।
সব আলো নিভে গেলে তব প্রভাত হয়,
তব রূপের ঝলকানিতে সূর্যালোক বিলিন হয়।
মনের আকাশ পাড়ি দিয়ে যত ছন্দ লিখি,
তোমার জন্য সাত সাগরে জলের কণা দেখি।
মনের কোঠায় মন বসেছে নতুন কাব্য নিয়ে,
তোমার জন্য গেঁথেছি মালা অবহেলার ফুল দিয়ে।