মস্তক আমার উঁচু হয়েছে পাহাড়সম মান,
তাইতো আমি দাঁড়িয়ে আছি স্তম্ভের সমান।
অন্যায় করো, অন্যায় সহো, এইতো আমি নই,
ন্যায়ের পথে প্রাণ বিলাতে দ্বিধান্বিত নই।

তুই আমার মুখ চেপে ধরে করবি কি বাকরুদ্ধ ?
আঘাত করলে প্রত্যাঘাতে বেঁধে যাবে যে যুদ্ধ।
তোর কান্ড দেখে হাসি যে পায়, শয়তান নাচে দুলিয়া,
জেলে ভরে তুই অত্যাচারে হাসিবি কি ফাটিয়া ?

তোর মুখে আমি লাথি দিয়ে করি অন্যায়ের প্রতিবাদ,
থুথু দিয়ে আজ ঘৃণায় আমি করবো তোকে কুপোকাত।
মানুষ আমি, আলোর পথিক, অন্ধকারের অবসান,
বাংলা আমি, সবুজ আমি, নবীনের জয়গান।

জুতার মালা তোমার গলায় দেখতে আমি পাই,
ভেবেছো কি সাধের আসনে ভালোবাসা বিলাই ?
অবাঞ্চিত যারা, শোষক তারা, বাংলায় ঠাঁই নাই,
কুকুর তোরা, পোষ্য যারা, দেশপ্রেম কিঞ্চিৎ নাই।