রক্তস্রোতে ভেসে চলেছে আজ বাংলার পথ-ঘাট,
বুলেটের আঘাতে বিদ্ধ হয়েছে শত শহীদের ললাট।
হেসেখেলে তারা বরণ করেছে এমন অমর জীবন,
জুলুমের সনে প্রতিরোধ গড়ে করেছে মরণপণ।
তুমি কি ভেবেছো এখন আর নেই নজরুলের বজ্রকণ্ঠ?
সিপাহির রক্ত বইছে আমাতে, রোধ করিবে আমার কন্ঠ?
রক্তে লাগা আগুন নিভায় সাধ্য আছে কার ?
মরতে শিখে গেছি আমরা মৃত্যুদূত তোমার।
শিশু যারা ফুলের কলি, দিলে তাদের বুকে গুলি,
মিথ্যা তোমার ফাঁকা বুলি, ফাঁসির কাষ্ঠে সত্য বলি।
খোদার আসন কেঁপে উঠে মজলুমের আর্তনাদে,
শয়তানের আসন দুলে ওঠে সিংহ নিনাদে।
তোমার তরী নয়তো নূহের আল্লাহর আশ্রয়ে,
ডুবে যাবে শীঘ্রই অতল গহ্বরে বিনা প্রশ্রয়ে।
ইবলিস দেখে মুচকি হাসে তোমার তামাশা,
মানুষ মেরে মায়াকান্না আর দেখাও টাকার নেশা।