শব্দের পর শব্দ আসে চলে যায় নিঃশব্দে,
যোজনের পর বিয়োজন অব্দের পর অব্দে।
তাল নেই বেতাল মনে বেসুরো গানের গলা,
হাসি নেই ক্রন্দন নেই, ভেসে গেল প্রেমের ভেলা।
চোখে রেখে চোখ নির্বাক চেয়ে তোমার পানে,
চক্ষুগোলকের মানচিত্রে ঠাঁই মিলেছে তব গানে।
অপেক্ষা করি আকাশের নক্ষত্র খসে পড়ার,
মোদের প্রণয়ের শুভ আশু হোক অতি চমৎকার।
তোমাকে নিয়ে গড়বো আমি নতুন পৃথিবী,
রাণী তুমি আমার রাজ্যে শাসক সুরভি।
নব সূর্য উদয় হবে মোদের ভোরের আকাশে,
মুছে যাবে গ্লানি দিতে গিয়ে মাশুল নির্জন অবকাশে।
নেই কোন পর্ব দিতে তোমায় অন্তলোকের স্বর্গ,
নেই কোন কবিতা, লিখবো তোমার উপসর্গ।