স্নিগ্ধ তুমি, কোমল তুমি, তুমিই স্রষ্টার মহিমা,
শূন্য তুমি, পূর্ণ তুমি, তুমিই আমার প্রিয়তমা।
লম্বা মাথার কেশ যে তোমার ঘোর অন্ধকার,
শিহরণ জাগিয়ে তোলে আনমনে বারবার।
চাঁদের চেয়ে উজ্জ্বল তুমি প্রকৃষ্ট প্রভাতে,
আলোর ছায়া, তোমার মায়া একাকার হেমন্তে।
দিন কাটে না, রাত কাটে না তোমায় বিহনে,
পথ চেয়ে রই সুদূরে আমি তোমায় মিলনে।
এক-চার-তিনটি ফুলের নির্মল সুবাসে,
প্রেম থেকে পরিণয় হবে বহুদূর আবাসে।
মরুর বুকে তপ্ত রোদে তৃষ্ণার্ত পথচারী,
তৃপ্তি আমি পেয়ে থাকি নিত্য মহাকাশচারী।
আমার হৃদয়ে তোমারই নাম স্বর্ণাক্ষরে লেখা,
মুছতে পারবে না ঝড়-ঝঞ্ঝা বা অগ্নিকাণ্ডের শিখা।