চাঁদকে প্রশ্ন করি,"তুমি কেন এত সুন্দর ?"
জবাবে বলে সে, "আমার কলঙ্ক আছে যে অন্দর।"
পৃথিবীতে দুটি চাঁদ জানে না তো কেউ,
আকাশে তাকিয়ে দেখে কোথায় অন্য কেউ ?
নির্জন নিশীথে ঘুমন্ত ভুবনে চাঁদ যায় অবকাশে,
নবচাঁদ আলো দেয় আমার হৃদয়ের আকাশে।
তুলনা করি যদি তোমাকে চাঁদের সাথে,
পৃথিবীর সব আলো নিভে যাবে তোমার চোখের
দৃষ্টিতে।
ফুলকে প্রশ্ন করি, "তুমি কেন এত সুন্দর?"
জবাবে বলে সে, " আমার সৃজন যে অতি নশ্বর।"
হাজারো ফুলের মাঝে দাঁড়িয়ে থাকো তুমি,
সুগন্ধে সুবাসিত করবে যত পুষ্পের অভিগামী।
তোমার কেশের সৌরভ মাতোয়ারা করে গৌরব,
জাগিয়ে তোলে শত সুষুপ্ত আত্মা যত কালঘুমে নীরব।
শত শত ফুল যত গোলাপ, রক্তজবার মত,
ছড়িয়ে দেয় পাঁপড়িগুলো তব পদতলে অবনত।