তুমি আসবে বৃষ্টির ফোঁটায় সহসায়,
তুমি গাইবে গুণগুণ সুরে বেলা-অবেলায়।
তুমি চেয়ে দেখো আকাশ বেদনার চেয়ে নীল,
তুমি চোখ মেলো সমুদ্রের জল কত যে সুনীল।

আমি শুধু তুমিময়, তুমি শুধুই অনন্য প্রণয়,
নতুন গানে করুণ সুরে গেয়ে যাই অন্তহীন গণনায়।
চোখ বুজে কল্পরাজ্যে চলছি নিরবাকাশে,
দেখি শুধু তোমার ছবি নিশ্চল আকাশে।

সুখ খুঁজে ফিরে এসে ডাকো শুধু আমাকে,
ঘুম থেকে জেগে উঠে দেখো শুধু কল্পনাকে।
নদীর বানে ভেসে গেলো তোমার দুঃখের ভেলা,
মুক্তা এসে জমলো তীরে স্বর্গসুখের অবহেলা।