আমি পাইলাম কি ভাঙ্গা তলই
জল সেচতে জীবন গেল সই
এ তলই কবে জুরিবে জল থামিবে
ভাষাবো তরী কবে গাঙ্গে।
জোরা তলই পেল যারা
পার হইল সকলে তারা
আমার সাধন ভজন কবে হইবে
ভাষাইবো তরী কবে রঙ্গে।
এখন দেখি উজান ভাটি
কেমনে যাবো তোমার বাটী
চন্দ্র সূর্যের মিলন খেলা
শেষ হবে না শেষেও ছলনা
পথ দেখাও হে পথের সাথী
পার কর এ উজান তটি।।