আমি উজ্জ্বল আলোর নিচে দাঁড়িয়ে কেবল পুরে পুরে আঙ্গার হয়েছি।
এই আলোতে ঘর বাঁধতে চেয়েছি বলেই, আমি কাঙ্গাল হয়েছি।
এই আলোতে হাজার লোকের ভীর।
ভোগের বাসনা লইয়া যে আসে
সে ভোগ করিয়া চলিয়া যায়।
তীব্র আলোর দহন না লাগে তার গায়।
যে ঘর বাঁধিতে চায় কেবলই সেই পুরিয়া আঙ্গার হয়।
এই আলোতে যেটুকু পেয়েছি আমি শীতলতা-
আমাকে বাঁধিয়া রাখিবার তরে,
এ সকলই ছিলো তার কপটতা।
আমি সকলই বুঝিয়াছি,
তবু ও বার বার ছুটে যাই তীব্র আলোর পানে।
এ যেন উঁইপোকা,
মৃত্যু নিশ্চিত জানিয়া ও ছুঁটে গিয়ে দাঁড়ায় আলোর কাননে।
৩১-০৩-২৪খ্রিঃ