আমায় ছেড়ে যাওয়া, তোমার সিদ্ধান্তই ছিলো সঠিক
এ ধারনা তোমার কাছে থাকে যেন ধ্রুব সত্যের মতো অটল।
তবে আমি নিজেকে আজীবন মিথ্যা বলেই জানিবো,
তুমি সুখে থাকো; তুমি সত্য -আমি নিজেকে মিথ্যা বলেই মানিবো।
যদি সুতা কাটা ঘুড়ির মতো, উড়ে গিয়ে তোমার হাতে পরি
তবে ভুল করে তুলে নিও না, মনে করে ফেলে দেওয়া ঘুড়ি।
এ বিষাদ চোখ হলো, তোমার না পড়া এক টুকরো চিঠি
চোখে চোখ রাখিও না, হাত বাড়িও না ভুল করে।
এ চোখে চোখ রাখিলে, এ চিঠি পড়িলে
তুমি তোমাকে ভুলিবে।
ক্ষমা করিতে পারিবে না, নিজেই নিজেকে।
তবে এক মুহূর্তে তোমার সকল সত্য ধূলিসাৎ হবে
তুমি আপনকে মিথ্যা -আমায় সত্য বলিয়া মানিবে।
তাই তোমায় বলি,
আমার সম্মুখে পরিলে, আমার দিকে তাকিও না
মুখ ফিরিয়ে নিও, অন্য দিকে তাকিয়ে সম্মুখের দিকে অগ্রসর হইয়ো।
৩০/১১/২০২৪খ্রিঃ