তুমি হারিয়েছো,
তোমার উদ্যাম চঞ্চলতা
নদীর বুকে মিথ্যার বলুচর কেড়ে নিয়েছে সচ্ছতা।
এক যমুনার ঘাটে রাধা কলঙ্কিনী, পদচারণে
বহু ঘাটে ঘাটে, তুমি পুড়ছো পতিতার দহনে।
তুমি হারিয়েছো,
নিরব কন্ঠের আকুতি, ভালোবাসার মিনতি
সকরুন চোখে তাকিয়ে থাকা সজল দৃষ্টি।
নিষ্পলক চোখে তাকিয়ে দেখছো, নিষ্ঠুরতম স্বভাব
বিশ্রী রূপের জন্ম দিয়েছো, সুখের বড়ই অভাব।
তুমি হারিয়েছো,
উজার করে দেওয়া ভালোবাসা
অপেক্ষায় রত থাকা সাধকের রহস্যতা।
শুধুই শরীর বিলিয়েছো, মন গহনের বিকৃতি করেছো
এ যেন এক নিশীতের ভালোবাসা।
তুমি হারিয়েছো,
সন্ধ্যা নামার পূর্বে ঘরে ফেরার ডাক
সন্ধ্যা প্রদীপ জ্বেলে মায়ের উলুধ্বনি আর শঙ্খের আওয়াজ।
কামের তারনায়, বাহির হয়েছো ঘরের
সকলই এক, অন্ধকার রাতের বাসরের।
তুমি হারিয়েছো,
তিলক-চন্দন, গলার তুলসির হার
সতীত্ব সাধনা হলো না আর।
তুমি সব হারিয়েছো ও হেরেছো।।
১৬/০৫/২০২৩