রাত ভোর হলে আমি
বিছানায় উষ্ণ চাদরে তোমাকে পাই,
আধো আধো ভোর ঘুমে
পাশে খুঁজে তোমাকে পাই।
একা একা রাস্তার মোরে
কানে কানে কথাতে তোমাকে পাই,
অসহ্য যন্ত্রনার কোলাহলে
তোমার শব্দে তোমাকে পাই।
নিঝুম অন্ধকার রাতে
অবাস্তবে অসম্ভবে তোমাকে পাই,
এই বিশাল কল্পনার জগতে
শয়নে স্বপ্নে তোমাকে পাই।
সমুদ্রের উত্তাল হাওয়ায়
আনন্দে আনন্দে ভেসে তোমাকে পাই,
উজান-ভাটি নীতিতে
নিষেধেজ্ঞা বারনে তোমাকে পাই।
প্রতি সময়ের ক্ষণে ক্ষণে
মনে মনে তোমাকে পাই,
বিষ্ময়ে স্মরণে
মনে মনে তোমাকে পাই।
চার দেয়ালের বন্ধ ঘরে
দাঁড়িয়ে ঘর জুরে তোমাকে পাই,
শূন্য বারান্দায় বাহিরে তাকিয়ে
জানালায় তোমাকে পাই।
বাসে পাশের মানুষ রেখে
জানালায় তোমাকে পাই,
হেটে হেটে ফুটপাতে
বাম বা ডানে তোমাকে পাই।
বহু রূপে দেখিয়া তোমায়
অন্ধের স্বরূপে তোমাকে পাই,
কাননে কাননে বাহারি গন্ধে
মৌলিক গন্ধে তোমাকে পাই।
বিষাদ অন্তর দহনে
পোরা ছাই এ তোমাকে পাই,
কথা না বলার নিরবতায়
বিরহের নিস্তবতায় তোমাকে পাই।
নিভৃত তোমার চিন্তায়
নিমগ্ন হয়ে তোমাকে পাই,
গভীর মনের মনোনিবেশে
একান্তে একতায় তোমাকে পাই।
তোমাকে পাই, তোমাকে পাই
হৃদয়ে হৃদয়ে তোমাকে পাই,
তোমাকে পাই, তোমাকে পাই
আনন্দ মিলনে তোমাকে পাই।।