ষোল আনা মোন দিলাম--দেহের থেকে মোন হারাইলাম
তবু ও তুমি শান্তি না পাও।
তোমার চোখেতে জল--দুঃখে গলিয়া পরিল চোখের কাজল
তাই বলি বিচ্ছেদ ভালো, তবু ও তুমি শান্তি পাও।।
বহুদিন ধরে--তুমি বলেছো বারে বারে
আর এসো না, চলে যাও-চলে যাও।
আমি দেখেছি এবার-- বীণায় বিচ্ছেদের সুর তীব্রতর
এবার তবে আমার চলে যেতে হয়।
চোখের কোনে--আমার নামে
মিছে জল রাখিও না আর, দোহাই তোমার।
স্বপ্নলোক এবার--হোক হাহাকার অন্ধকার
বিছিন্ন হয়ে যাক, আলোকিত আলেয়া আমার।
প্রতি ভোরে সূর্য যেমন হয় উদয়--স্মৃতির ও তেমনি হবে উদয়
উত্তপ্ত হয়ে জ্বলবে, আর মারবে আমায়।
এ যাবৎ কাল-- তোমার চাওয়াই থেকেছে বহাল,
তবে এবার কেন নয়, শান্তির পথ একমাত্র বিচ্ছেদেই হয়।
তুমি যা চাও, তবে তা এই হোক
বিচ্ছেদ চেয়েছো, তবে বিচ্ছেদই হোক।
তবু ও তুমি শান্তি পাও।