না জেনে কাগজ কলম
ভেবেছিস ঘরের পোতা তোরই সকল,
ভবিষ্যতের সুখে বিলিয়ে শেষ সম্বল
ভাবছিস ঘর তুলে
মনের সুখে ঘুমাবি রাত্রিবেলা
এ অাশা পূর্ন হবে না সুবল
ওদের চাই তোর ঘামের জল।
ঘর তুই তুলেছিস, তুলেছিস চাল
এবার ওরা বের করল কাগজের কল,
তোর ঘরের অর্ধেক পোতা ওদের সুবল
এবার তুই কি করবি বল।
প্রতি ক্ষনে অকারনে ওরা দেয় গালা গাল
তোর এখন কিছু নেই বলা
শুনে যা মুখ বন্ধ করে সকাল সন্ধ্যা বেলা
কি করবি অার সুবল
দুখের প্রদীপ জ্বালা।