সুখের ঘরে বাস করে তুই
মিছে কেন সুখ খুজিস,
ঘর খুজে দেখ অন্তর দিয়ে
সুখের ঘরেই তোর বাস।
তোর নিঃশ্বাসে সুখ
প্রশ্বাসে সুখ
সুখের ঘরে বাস করে তুই
মিছে কেন সুখ খুজিস।।
চন্দ্র সূর্য তোর জন্য আলো
আলোও আলোও রূপ দর্শন
শীতে শীত গরমে গরম
এতেই সুখ যে পরম।
প্রানে বাজে সুখের বীণা
তারে তারে তার বাস
সুখের ঘরে বাস করে
মিছে কেন সুখ খুজতে যাস।
পরম সুখ পায়ে ঠেলে
হয় না যেন তোর সর্ব্ নাশ
করে তাকে বরণ
সর্ব্ সুখে স্বর্গে বাস।
সুখের সাগরে সুখ তরঙ্গ
সুখের উচ্ছাস
সুখের ঘরে বাস করে
মিছে কেন সুখ খুজতে যাস।।