অনেক সফলতার সার্থকতা
আবার না পাওয়ার ব্যার্থতা
তবুও বেঁচে থাকার রঙিন স্বপ্ন
নয় কিন্তু বিন্দু মাত্র নিরর্থ।
প্রত্যেক প্রভাতে পাই বেঁচে থাকার গন্ধ
দিবস শেষে সূর্য অস্ত
রাতে তারায় তারায় স্বপ্ন গুলো জ্বলে
প্রভাতে সূর্য়ের আলো
স্বপ্ন গুলো চিরন্ত জ্বলন্ত
কখনো ঘিরে রাখে না কালো।।
স্বপ্ন চির যৌবনা
দিন আসে দিন যায়
তবু স্বপ্ন গুলো চির নবীন
সর্বদা নবীনের করে সঞ্চয়।
দিন যায় যায়
বছরও কেটে যায়
একটা দিন সামনে আসে
হিসাব নিকাশ করতে বসে
দেখি মাথাটা ফাঁকা
আয়নায় বয়স্ক চেহারাটা
চামরায় আবার ঘোজ কয়েকটা
মৃত্যুর সময় আর বেশি দূর না
মৃত্যুঞ্জয় স্বপ্ন আবার শক্ত করে ধরে
তোকে বাঁচিয়ে রাখিব নিশ্চয়
নবীনের মালা পড়িয়ে
প্রবীনতাকে বিসর্জন দিয়ে।।