আমার ফুলে আর শালিক- টিয়া বসে না,
ওদের আজকাল আর দেখা যায় না।
কি হয়েছে; কি জানি,
ওরা আর কেন আসে না?

শীতের হীমেল হাওয়ায়,
আমার কামনা থাকে না
সবকিছু হারিয়ে যায়
নতুন করে পাবার বাসনায়।

কোথা থেকে যে,
সর্বনাশা বসন্ত আসে
আমার সুপ্ত বাসনা
নতুন সূর্যের আলোতে দীপ্ত হয়ে ওঠে।
রক্তিম উচ্যাসে মাতিয়ে তোলে
ধীরেধীরে তলিয়ে যাই অতল তলে।
দূরথেকে এই আলোর ঝলকে
আলোকিত করল আবার কাকে?

আমার শরীরে এখন কাঁটানেই
কখনো নাকি ছিল,
সবুজ ঘরে জোনাকির আলোতে
কারা যেন পরখ করে ছিলো।

আমার টক টকে লাল নরম পাপড়ি
ভীতরে আরো গাড় লাল,
শুধু শরীর জুরে কালো
আমি শিমুল,
ঝড়ে যাব কাল।