সুবল,
তোর শক্তি নিয়ে বের হয়ে যা
সঙ্গে নিস ওরা, কোদাল
অভাবের কপালে
তোর হাতে উঠে নি খাতা কলম
তোর হাতিয়ার এখন ওরা আর কোদাল।
নতুন পার কাটতে হবে,
তোর ডাক পড়েছে
এবার যে তোর বের হতে হবে,
সেখানে ফলবে ফল আর ফসল
তোর প্রয়োগ করতে হবে বল,
সঙ্গে নিয়ে যা তোর ওরা কোদাল।

তুই এখন মাথায় নিতে পাড়িস বড় ওড়া
ওদের কম বদলায় পাড় ভরার আছে তাড়া
তোর ঘরে উঠবে না এ ফসল
ওরা কোদাল যে তোর শেষ সম্বল।

সুবল,
ইমারত গড়ার পড়েছে ঢল,
তোর ঘরে নে্ই চুলা চাল
আবার মাথার উপরে নেই অর্ধেক খরের চাল,
সুবল তুই বের হয়ে যা
সাথে নিয়ে ওরা কোদাল।
ওদের তাতে কি
তুই বা ওদের কি,
সর্বোচ্চ পেতে পারিশ
এক বেলা ভাত আর ডাল
সুবল তুই বের হয়ে যা
সাথে নিয়ে ওরা কোদাল।

সুবল,
তোর গায়ে আছের শক্তির শাল
ওদের আছে টাকার ঢল,
এই মাটির উপর প্রয়োগ কর বল
সাথে নিয়ে ওরা কোদাল।