হারিয়ে ফেলেছি তোমায়
মেঘে ঢাকা তারার পথ চলায়,
মেঘ কেটে যাবার প্রতীক্ষায়
ঘুম নেই চোখের পাতায়।
হারিয়ে ফেলেছি তোমার সঙ্গ
বহু মানুষের ভীরে লাগে এখনো নিসঙ্গ,
খুজে পাবার আছে অভিপ্রায়
আমার লালসা আমি পাবো তোমায়।
ভুলেগিয়াছি তোমার অন্ধকারের রূপ
আমার অন্তরে নেই কোন সুখ,
পূর্ণিমার প্রহর গুনি
তোমার চলার শব্দ শুনি।
এখন আর দেখিনা তোমায়
আমার ভোর রাতের কল্পনায়,
তোমাকে পাবার আশায়
কালো কলমের আচর ফেলছি সাদা পাতায় পাতায়।