আমি প্রকৃতির পূজারি এক;
একটুকরো পাথরের অবয়বে
মাথা ঠুকে দিয়ে প্রনাম করি।
দেবীর স্বরূপে শাড়ি পরাই
সিঁদুর, আলতায় রাঙিয়ে, ধূপ প্রদীপ জ্বালাই।

আমি প্রকৃতির পূজারি এক;
তার সৃষ্টিতে, তার স্বরূপ খুঁজিয়া বেড়াই
আবার তার সৃষ্টিতেই হারাই।
ঈশ্বরকে করতে নিবেদন,
আগ্নিতে করি সমর্পণ।
এই বিশ্বব্রহ্মাণ্ডের দশম দিককে প্রনাম জানাই
তার সৃষ্টিতে আপনাকে করি অর্পণ।

আমি সূর্যকে প্রনাম জানাই,
ধূপ-প্রদীপ জ্বালাই, বৃক্ষ তুলশিতে।
আকাশ, আবহাওয়া, ঝর-বৃষ্টি স্বরূপ
ইন্দ্রদেবর করি অর্চনা।
আমি প্রকৃতির পূজারি এক,
গঙ্গা জ্বলে গা ভিজিয়ে করি মুক্তি প্রার্থনা।

আমি প্রকৃতির পূজারি এক;
এই বিশ্বব্রহ্মাণ্ডে যার অস্তিত্ব বিরাজমান
আমি তার পূজারি, আমি সনাতন।।
---১৫/০৩/২০২৫খ্রিঃ---