অনেক তো হলো তোমাকে চাওয়া,
এ যেন ভিখারীর মতো, হাত পেতে রওয়া।
এবার না হয়, ধীরে ধীরে গুটিয়ে নেই; সেই সকল
তোমায় ছুঁবে বলে, যা প্রসারিত হয়েছিলো; এতো কাল।

অনেক তো হলো কাঙ্গালপনা,
তোমার চলে যাওয়া পথে, নিঃস্ব হয়ে পরে রওয়া।
এবার না হয়, মুখ ফিরিয়ে ফিরে যাই
যত পথ এসেছিলাম তোমার সঙ্গ নিয়া।
এই বুঝি তোমাকে পাই, এই ভাবিয়া।

এবার না হয়, মুখ ফিরিয়ে ফিরে যাই,
তোমায় আর আমি না ছুঁই।
---২৮/০৫/২০২৪খিঃ---