ও নদী আমায় বইতে দেও,
আরো বাইতে দেও।
বাইতে দেও তোমার মনের ভিতর দিয়ে,
বইতে দেও তোমার প্রানের মধ্যে দিয়ে,
তোমার প্রেমের নাও বাইতে দেও আমায়।
আমায় থামিও না, আমায় দমিয়ে রাখিও না
যতোদূর আমি যেতে পারি ততোদূর আমায় যেতে দেও।
তোমার প্রেম নদীতে আমায় বাইতে দেও।
ভাসিয়ে দিও না আমায়,
লালনের ভেলায়।
আমায় কেউ পারে তুলে নিবে না,
আমায় কোলে তুলে কেউ সেবা করে প্রানে প্রেম জাগিয়ে তুলবে না।
আমায় বইতে দেও,
তোমার প্রেমে, তোমার প্রানে।
কেমন তোমার এ প্রেম নদী,
কি অদ্ভুত তোমার সৃষ্টি।
আমায় ভাসিয়ে দিয়ে,
তুমি ঠায় বসে আছো নির্বিগ্ন মনে।
আর আমি ভাসিয়া চলেছি, ভাসিয়া চলেছি
তোমার অপেক্ষায়, দিন গুনে।
তবু ও আমি ভাসতে চাই,
তোমার কোলের, তোমার কুলের আশায়
আমি ভাসিয়া যাই আর এই অনন্তে চাহিয়া রই।।