এই দুনিয়ায় এসে কেবলই খেলায় মেতে রয়েছি
মানুষকে খেলনা করে, কেবলই খেলেছি।
ভূমিষ্ট হয়ে, মানুষ গড়িবার তরে হাতে কাদামাটি তুলে নিয়েছি
মানুষ গড়িবার বাহানায়, খেলনা তৈরি করেছি।
জড় পুতুল ফেলিয়া এবার আমি জীবন্ত প্রানের মানুষ নিয়েছি
প্রেমিকা অ্যাক্ষা দিয়ে, আমি যৌবনের খেলায় মত্ত হয়েছি।
মানুষকে খেলনা করে, আমি কেবলই খেলেছি।
খেলা ঠিক জমছে না, গভীর টানে টানছে না
নতুন নতুন খেলনা চাই,
খেলনার মাঝে আমার অস্তিত্বকে দেখতে যেন পাই।
আপন অস্তি-রক্ত দিয়ে সৃষ্টি করিবো খেলনা
তার মাঝে আমার চিত্ত গাইবে-খেলবে।
সাজিবে সে সন্তান আমার নতুন পোশাকে,
এ যেন আমিই সেজেছি, অনুভবে।
আনমনে খেলনা আমার আপন ছন্দে হাঁটছে
ছুটছে অবুঝের মতো, কাদামাটি হাতে নিয়েছে।
আমি অপলকভাবে দেখছি,
আমার চিত্ত তাহার মাঝে খেলিছে।
তাহার আনন্দে -হসেছি,
তাহার দুঃখে- কেঁদেছি।
মানুষকে খেলনা করে, আমি কেবলই খেলেছি।