আমি তো এই খেলায় আনন্দ
মিলনের সুন্দরের মত্ততায় মত্ত
জয়-পরাজয় আমার জনা নয়,
এখানে প্রতিযোগীতা অকল্পনীয়।
তুমি জয় নিয়ে আনন্দময়,
আমার পরাজয়ের প্রলয়
ভাঙ্গা ভাঙ্গা বুকে, শূন্যতায়
জয়ের নেশায় পাগল প্রায়।
অবোধ শিশুর মত পরে গিয়েও
দাঁড়ানোর শক্তি পেলাম
হেঁটে গিয়ে তোমার জয়কে প্রতিহত করে
আমি চিৎকার করলাম প্রতিবাদের সুরে।
তুমি জয়ের নেশায়
শরীর কে করলে হাতিয়ার
আমায় শরীর আকৃষ্ট করেনি
জয়ের নেশাও না।
আমার সব নিয়ে নিয়েছে
অন্তর-বাহির মুগ্ধতায়
চিন্তা চিন্তায় শূন্যতায় ঝড়
তোমার জয়ের ভালবাসায়।